ভুলে গেছ জানি
       সুদীপ সিনহা
জানি ভুলে গেছ তুমি,জানি আমি ঠিক জানি,
কোন দিন কোন,মুহূর্তেকে ,মন ছিল অভিমানী।
কোন দিন কোন,নিঃসঙ্গতা, কানে কানে বলা কথা,
ভুলে গেছ তুমি,ভুলে গেছ সব কথা।


ভুলে গেছ সেই,অপলক চেয়ে থাকা,
চপল নয়নে,চকিত চাহনি,কত না রঙেতে আঁকা।
ভুলে গেছ ,সেই-ছবি আঁকবার ছলে,
বার বার হতো,দু চোখ- মিলন,কত না কৌতূহলে।


ভুলে গেছ সেই,প্রথম হাতেতে হাত,
সেই শিহরনে,জেগে থাকা সারা রাত।
ভুলে গেছ সেই ,চুপি চুপি দেখা করা,
তবে চরণ ধ্বনিতে,তপ্ত শোনিত,দুই চোখ দিশাহারা।


ভুলে গেলে সব,হটাৎ কেমন করে,
নতুন জীবন হলো বুঝি তব, নতুন দিনের ভোরে।
ভুলে গেলে আর মুছে গেলে যত্নেতে,
হটাৎ জীবন হয়ে গেল খালি,অমূল্য রত্নেতে।
সকল স্বপ্ন,সকল শপথ,পড়ে আছে আজও একা,
অন্য কারোর সপ্নে হয়তো,তোমাকে যাচ্ছে দেখা।
মেছেদা।।07/02/20