আমি এক স্বপ্নচারী!
হাজার তমঃ বিশ্রী স্বপ্নের মাঝে দেখেছিলাম-
একটি নির্মল-বিমল স্বপ্ন আলোর দিশারি।
নবারুণ উষায় ফুটা প্রভাতের তিগ্মাংশু ;
তমস্র পুঁছে নভেঃ উদয়াস্ত শুভ্রাংশু,
দেখেছি একটি সদ্যফুটা ফুলের নব্য কানন!
ঝাঁকে ঝাঁকে ব্যোমে বিহগীর অবাঁধ বিচরণ।
আঁকা ছবির মত শোভিত সুশ্রী-পল্লি,
বিস্তীর্ণ মাঠ জুড়ে ফলন্ত শস্যশ্যামলী।
কোথাও ভুখা-মিছিল নেই, সবার মুখে অন্ন-
ক্ষুন্নিবৃত্তি সকলে হাসে বিহ্বল-প্রসন্ন।
বঞ্চিত যত পথ-শিশু পেল তার অধিকার,  
উদ্বাস্তু যত গৃহ-হার পেল গৃহ পুণর্বার।
সৈনিকের খাকি পোশাকের ভিতরে পবিত্র আত্মা,
গোপন পুরস্কার না-নেওয়ার সংকল্প-ব্রত-প্রতিমা।
রাজ-দপ্তরগুলি যেন এক-একটা দেবালয়-
সমস্ত আধিকারিক মানব-দেবতার অর্চক,
নেশা-নির্লিপ্ত সু-শিক্ষিত জাতি, উন্নত ভব্য রাষ্ট্র;
দুর্গত-অন্ত,ক্ষুধা-মুক্ত,দুর্নীতিহীন রাষ্ট্র সভ্যতার মহা-সড়ক।


তাং-২৬-০৮-২০২১ ইং
দিরাই,সুনামগঞ্জ।