তোমারা যদি ভাবো?    
লাল সুতোর পুতুল হবো,
যেমনটি চাও তেমন করে আমরা সবাই নাচবো!


তোমরা যদি ভাবো?
লাল ফিতায় রাখবে বেঁধে, আমরা সবাই নিঃশক্তি;  
বাধ্য হয়ে মেনে নিবো, হাঁটু গেড়ে দিবো ভক্তি!  


তোমারা যদি ভাবো?
তোমরা হবে প্রজা-প্রভু, আমরা হবো ভৃত্য-দাস;
তোমরা চাইলে মুক্তি দেবে ,না হয় পড়বে গলায় ফাঁস।


তোমরা যদি ভাবো?
প্রজাতন্ত্র লুপ্ত করে আমলাতান্ত্রিক দেশটি হবে,
লুটেপুটে চুষে খেতে শাসনভারটি হাতে নিবে!


অযথা সব পণ্ড ভাবনা ভাবছো বসে বৃথা
আমরা হলাম বিছুটি পাতা!


যদি খসখসে ঘাস ভেবে  
বোকা ছাগলের মতো আমাদের এসো চিবাতে
তোমাদের সমস্ত শরীর ন্যাড়া হবে চুলকাতে-চুলকাতে।


সাবধান! আমরা ভঙ্গুর নয়, ভেঙ্গুরের দল;
আমরা হলাম আম-জনতা,সকল ক্ষমতার উৎস স্থল।


তারিখঃ ১৮-০৯-২০২২ ইং
     লালমাটিয়া, ঢাকা।