আজি এসেছে গো যে ঝড় -
বাদল রাতে প্রবল বায়ে,
বাহিরে নয় সে যে  বহে মোর হৃদয়ে,
আঁখি বেয়ে ঝর ঝর নির্ঝর অশ্রু ঝরে।।


এ কি গো ছিলো তোমার শেষ দান,
বিরহ ব্যাথায় ছলছল অশ্রু-বান,
দিলে মোরে।।


বাদল বিরহ রাতে জাগিয়া সাথী,
মোর আঁখি-জলে যত মালা গাথি,
মুহুর্মুহু ছিড়ে ।।


মোর বিষম-বিরহ শোকে,
আসে জল আকাশের বুকে,
ব্যাথার সুরে।।


আকাশ ও কাঁদে আমি ও কাঁদি
প্রিয়- হারা ব্যাথায় নিরবধি
মুছি জল বারেবারে ।।


আজি দুজন দু'জনার পথে,
তুমি সুখ-শকটে আমি বেদনার রথে,
অগোচরে।।


বিঃদ্রঃ একটি গীতি কাব্য।