বঙ্গবন্ধু মানে - অরুণ ঊষার নবীন রবি নব-প্রত্যুষ,
তেজোময় তেজস্বী অংশু শৌর্যশালী মহাপুরুষ।
বঙ্গবন্ধু মানে নির্ভীক-নিঃশঙ্ক,অকুতোভয় প্রবীর ;
অতি তুঙ্গ- উন্নত, গৌরীশৃঙ্খ -মহাশির!
বঙ্গবন্ধু মানে- মুক্তির দূত, বাংলার পথিকৃৎ;
বিস্তৃত প্রান্তর আর নিঃসীম শূন্যের মত উদার হৃৎ।
বঙ্গবন্ধু মানে -গণমানুষের মিত্র!
মুক্তির সারথি,স্বাধীনতার অরিত্র।
বঙ্গবন্ধু মানে -বাংলার অগ্রনেতা বিশ্ব যশস্বী;
দেশহিতব্রতী,জনকল্যাণে প্রাণ উৎসর্জক ঋষি।
বঙ্গবন্ধু মানে- বাংলায় লাল-সবুজের অঙ্কন,
সুনীল গগনে উথলি অনিলে উড়া কেতন।
বঙ্গবন্ধু মানে -বাংলা প্রতিটি বর্ণে উচ্চারিত মাতৃভাষা ;
বিশ্ব ভূখণ্ডে রচিত  নতুন  একটি নকশা।
বঙ্গবন্ধু মানে- বাংলার মহাকবি রক্তে রঞ্জিত মহাকাব্যের প্রণেতা ;
বঙ্গবন্ধু মানে বাংলার বাস্তুকলাবিদ, বাংলার স্বাধীনতা।