এসো বাংলার পদ্মকর,এসো পুনর্বার ফিরে !
আহবান করি তোমা',এসো মধুমতী তীরে!
এসো বাংলা-মায়ের কুলে জুড়ে খেলিতে,
সদ্যোজাত শিশুর পবিত্রময় হাসিতে।


এসো ছুটে সেই দুরন্তপনা কিশোর রূপ ধরে,
সুশ্রী শোভিত শ্যামল পল্লির মাঠ ঘাট প্রান্তের।
এসো হে মহান কিশোর,মানবাতার অগ্রদূত!
পুনঃ আহবান করি!এসো মানবতার মহা-পুরুত।


এসো এই ঘুরঘুট্টি আঁধারে রাষ্ট্রের অন্ধতা দূর করতে,
এসো অত্যুগ্র দীপ্তাংশু! এসো সত্য-জ্যোতি জ্বালাতে।
আজ ধর্মান্ধ ভীমদর্শন রাক্ষসেরা গ্রাসিছে বাংলা
এদের কণ্ঠে পড়াতে  অসাম্প্রদায়িক সাম্যের মালা-
এসো পুনঃ।
এসো নবযুগের নব জাগরণ,শতাব্দী প্রকৃষ্ট মহারথী-
এসো নবযুগ নির্মাতা,যুগান্তকারী যুগ-সেনাপতি।
এসো তেজস্কর বীর্যশালী মহাপুরুষ অনন্ত সাহসী,
এসো অস্ত্র ভূষিত রণ সাজে; এসো ল'য়ে যুগাসি।
এসো রণ-নিপুণ, রনযুগী-রণমুনি, রণবীর!
এসো হে মর্দবীর,এসো বাংলার মহাবীর!
এসো বাংলার মুকুন্দ, মোক্ষদাতা তেজী বলবত্তা -
এসো উদ্ভাবনী শক্তিধর, জাত স্রষ্টা জাতির পিতা।


(বিঃদ্রঃ মন্তব্য পাওয়ার আশায় মন্তব্য দিই না আমাকেও দিবেন না।এগুলোর কোন প্রয়োজন নেই; এর চেয়ে মন্তব্য বক্স বন্ধ রাখা শ্রেয়।ধন্যবাদ স্বনামধন্য কবিগণ।)