চাঁপা, আমি আসব!
অপনোদন করে জীবনের সকল বিবর্ণতা ;
কোন এক রঙ ঢালা বসন্তে,
অলকানন্দার প্রগাঢ় হরিদ্রা রঙ তোমার অঙ্গে মাখাতে।

চাঁপা, আমি আসব তোমার অঙ্গরাগ রাঙাতে-
কিশলয় হেনার হরিৎ পত্রের প্রচ্ছন্নতার লাল রাগ মেহেদীতে।


চাঁপা, আমি আসব!
তোমার কুহকী চোখে-চোখ বাঁধতে দৃষ্টিবন্ধনে-
তোমার প্রতীক্ষার প্রতিটি প্রহর নিরূপণে,
সকল অনূভুতি দিয়ে গাঁথা মাল্য পড়াতে গলায়;
সাঁঝের দীপ জ্বলা দীপ্ত রঙিন ছাদনাতলায়।


চাঁপা, আমি আসব !
যজ্ঞাগ্নির সম্মুখে দিব্যি করে সপ্ত ঘূর্ণনে ঘুরতে,
তোমার সীমন্তসীমায় লালা সিঁদুর রেখা আঁকতে;
কোন এক রঙ ডালা বসন্তে।