স্বাগত সম্ভাষণ!
শ্রেষ্ঠ শতাব্দী,একবিংশ শতাব্দীর ঘটেছে মহা-আগমন।
আজ মহাবিশ্বে মহাশঙ্খ মহা-ধ্বনিতে উঠলো বেজে ;
মহা-মানবতার মহা-জাগরণ ঘরে-ঘরে মানুষের মাঝে।


আজ শ্মশানের শব উঠেছে জেগে জ্বালাতে সকল শ্মাশান,
কে আছো বন্দি মুক্ত হতে ? শোনো রক্ত-যুগের আহবান।
কে পড়ে আছো হাতে আর পায়ে দাসত্বের অশুভ বেড়ি ,
কার গলায় ঝুলে ভীত করে রাখে মিথ্যা ফাঁসের দঁড়ি;
ভেঙে ফেলো মিথ্যা প্রাচীর,ছিঁড়ে ফেলো ফাঁসের রশি!
আজ মিথ্যার মহা-সংহার হোক,সত্যের দীপন জ্বলুক দিশিদিশি।


আজ ভয় নাই!কোন শঙ্কা নাই!জাগ্ জাগ্ জাগ্!
ছাগলের ছাল ছুঁড়ে ফেলে দে, ওরে মহাবলী বাঘ।
নাগ-নাগিনীর মতো ফনায় ফনায় জ্বেলে দীপ্ত-মণি,
আয় তোরা ভ্রাতা এগিয়ে একবিংশ শতাব্দীর বাহিনী।
অতীতের যত ঘা মর্মের মর্মস্থলে,—সময় এখন শুধিবার!
আমুলে নির্মুল করতে যত অন্যায়,শোষণ আর অত্যাচার।
নবযুগের নব প্রত্যুষে বীরুৎ ফুল নয়, ফুটুক অগ্নি-পদ্ম,
অগ্নিদাহে পুড়াক সকল অসত্য-অসাম্য-অসুন্দর-অধর্ম।
আজ বিশ্ব হোক শুচি সত্য-সুন্দর-সাম্য-স্বরাজ-মানবতায়,
এই উন্নত শৃঙ্খ একবিংশ শতাব্দী এলো ধরায়।