দিকে দিকে মুসলিম উম্মা নির্যাতিত
নিপীড়িত নিখিল বিশ্ব-বুকে,


ইসলাম-রবি-জ্যোতি অস্তগমনোন্মুখ
এ কোন অন্ধতা গ্রাসে আলোকে।


ও-কি আহাজারি আহত পাখির-রব
মারসিয়ার সুর বাজে আকাশে,


বোবা কন্ঠের ফরিয়াদ চাপা ক্ষোভ
গুমরিয়া কেঁদে বেদনার স্রোতে ভাসে।


আজি মুসলিম-দুর্বল মার খায় দুনিয়া জুড়ে
শোক-মাতম রোল বহে,


মুসলিম জাতির এই দুর্দিনে সংকটে
সবাই যবে নীরব নিশ্চুপ রহে-


কেহ দাঁড়ায়নি কো পাশে তুমি এসে দাড়ালে
ও-গো তুরস্কমণি।


মোরা বিশ্বের যত নিপীড়িত মুসলিমবাসী
মোদের শোকে হলে শোকাহত তুমি,


হায়দরি হাঁকে সাইক্লোন সম ঝড়ে
কম্পন তুলে কাঁপিয়ে বিশ্বভুমি।


মোদের দরদে হয়েছো দরদী!
আক্ষিপ্ত-হৃদে শুনেছি তব প্রতিবাদ ধ্বনি,


বুকে হরদম দুর্দম সাহস চির মর্দ-প্রাণ-জোর
অত্যাচারী দাহে বহ্নি।


হে এরদোয়ান - ওগো তুর্কিজ শশী!


নিজ দেশ নহে শুধু যেথা যত -
পেয়েছে আঘাত বিশ্ব-মুসলিমবাসী।


সেথা দাঁড়িয়ে ঢালের মতো হে নিঃশঙ্ক! শৃঙ্খ শিরে
দেখিনু কবু খোদা ব্যাতিত করিতে কাহারে ভয়,


যারা ইসলামে আঘাত আনে যত কাফের
আজি তুমারি কাছে এসে তাদের মস্তক নোয়।


হে বিশ্বনেতা! বিশ্ব মুসলিম উম্মার অরিত্র


আজ তুমাতেই হেরি অস্তয়মান
ইসলাম-রবি উদিত পুনঃবার,


ফুটায়ে অরুন উষার নব কিরণ
ভেদীয়া ঘনঘোর অন্ধকার।