নিঝুম রজনীর নির্জনতা খুন করে
দিনের কোলাহলের কন্ঠ চেপে ধরে
আমি তোমার কাছেই আসছিলাম -মহানন্দা!


পথে সহসা লোকাল থানার বড়বাবুর সঙ্গে সাক্ষাৎ -
কোন কুশল বিনিময়নয় নয়, জিজ্ঞাসা কিংবা বচসা ততক্ষণাৎ—
বিনা পরোয়ানায় আমাকে ধরে সোজা-সাপটা শ্রীঘরে।
কিন্ত,কারাকক্ষে আমার ধৃত হৃদয়ের প্রজ্বলিত প্রেমাগ্নির তীব্র শিখা
অগ্নিসাৎ করে সকল নির্দোষ কয়েদীর বানোয়াট নথির কদর্য-লেখা,
আমি ফের তোমার কাছেই আসছিলাম মহানন্দা!


তখন মিথ্যা-দগ্ধ-গন্ধের সাইরেন বেজে উঠলো গোটা শহরে;
সমস্ত নগরীর অলিতে-গলিতে আমাকে ধরার নিমিত্ত ঢুঁড়ে,
প্রতিটি মোড়ে-মোড়ে চেকপোস্ট আর উৎকটময় টহল।
তবুও আমি তোমার কাছেই আসছিলাম মহানন্দা!


ভূয়া পত্রিকার মূর্খ সাংবাদিকদের অহেতুক ভীড়-ঘনভূতি,
সুসভ্য পরচর্চাকারী সুশীল সমাজের কৌতুহলী উপস্তিতি।
সব উপেক্ষা করে আমি তোমার কাছেই আসছিলাম মহানন্দা !