সময়টা ছিলো উনিশ'একাত্তরের শেষাশেষি
ডিসেম্বর মাসে প্রচণ্ড শীতে কুয়াশাচ্ছন সকালে
আমাদের স্বাধীনতার ট্রেনটি ছেড়েছিল,-
ধ্বংস-বিধ্বস্ত স্টেশন থেকে;


অবশ্য বিনামূল্যে নয়,-
আমরা স্টেশন মাস্টারকে টিকেট বদলে রক্ত ঢেলে দিয়েছি ;


কিন্তু চালক অর্থনৈতিক চূর্ণবিচূর্ণ পথ অতিক্রম করে
আমাদের এখনো পৌঁছাতে পারেনি গণতন্ত্রের গন্তব্যে!!