আমি, আমার গণতান্ত্রিক অধিকার চাই!
আমি নিরাপত্তা চাই! আমার যান-মালের -
নিরাপদ জীবন আর ব্যাংকে সংরক্ষিত আমানতের সুরক্ষা;


আমি নাররিকত্বের সুষ্ঠু সুবিন্যস্ত সুবিধা চাই!
কালু মিয়ার বিকলাঙ্গ কন্যার প্রতিবন্ধী ভাতা,
অশীতি-উর্ধ্ব বৃদ্ধের বয়স্ক ভাতা,সায়রা বানুর
বিধবা ভাতা, মিসেস কোরেশীর রিটায়ার্ড ভাতা।


আমি সনদ চাই!
শুধু একাডেমিক সনদ নয় ;প্রতিটি যুবকের বেকারত্বহীনতার সনদ।


আমি অনুমোদন চাই!
ভূমিহীন মরম আলীর, খাস জমি বন্দোবস্ত নথির!


আমি নিষ্পত্তি চাই!
যীশু খ্রীষ্টের রক্তাক্ত ছবির মতো ঝুলন্ত আদালতের ঐ সব মোকাদ্দমার।


আমি জরিমানা চাই !
ভেজাল মিশ্রিত অসাধু খাদ্য ব্যবসায়ীর মতো
আজকের শিক্ষা ও চিকিৎসা ব্যবসায়ীর।


আমি ন্যায্য মূল্য চাই!
কৃষকের ফসলের আর শ্রমিকের স্বেদজলের!


আমি একটি প্রজ্ঞাপন চাই!
অকুশল প্রকৌশলীর, অদক্ষ চিকিৎসকের,
আদর্শচ্যুত শিক্ষকের,ঘুষখোর সান্ত্রীর -
আর অযোগ্য-অপটু আমলার সাসপেন্ড পত্রের।


আমি অগ্নিসাৎ চাই!
ভুয়া মিডিয়ার ছাপা খানায়,
ঘুষের আখড়া খ্যাত প্রতিটি দপ্তরে দপ্তরে !  


আমি ফাসি চাই!
জনতার সম্মুখে মঞ্চ কম্পিত করে মিথ্যা ভাষন দাতা ভণ্ড নেতার!


রচনাঃ- ১৮-০৭-২০২২ খ্রিস্টাব্দ
জালালাবাদ, সিলেট।


প্রথম প্রকাশ ২৯-০৭-২০২২ খ্রিস্টাব্দে দৈনিক জনকন্ঠ পত্রিকায়।