কে তুমি দাঁড়িয়ে মোর আঙিনায় ঈষৎ দূরে,
এসেছো অমাবস্যা রজনী'র ঘন অন্ধকারে,
চাঁদের ঐ আলো-রূপ কেড়ে ।।


কে এলে গো পৃথীবির সব রস-রূপ অঙ্গে মেখে,
অনুপম সৌন্দর্যে অনুপমা মোর-সম্মুখে,
রূপের ঝলকে মোর আঁখি ঝলসে পরে ।।


তুমি কি গো সেই যারে দেখেছিলাম শঙ্খ-নদীর কুলে,
পাহাড়ী-দেশে হিমাদ্রি চূড়ায় হিমাদ্রি-কন্যার দলে,
তৃষ্ণাভরা বুকে কামনার চোখে অভিসারে।।


আমি খুঁজি গো যারে দুরে-কাছে জানা-অজানা পথে,
তুমি কি গো সেই দিনের আলোয় অন্ধকার নিশিতে,
খুঁজে মোর হৃদয় যারে।।