তোমাকে খুঁজি প্রিয়ে -
আমার হৃৎপিণ্ডের সমস্ত অনভব দিয়ে ;
তোমা' দু'চোখের অতলস্পর্শ-অথই গভীরে,
যে প্রেম ছিলো পরিব্যাপ্ত সীমাহীন পরিসরে।
সে চোখে আজ লেশমাত্র অনুরাগ নেই !
অনাবিল-নির্মল জলের মতো দেখতে পাই-
আমার অনুভূতিগুলি তোমার অন্তরে ;
পাষাণ স্তূপের মতো প্রতুল-পর্যাপ্ত-
বিরাগ বিতৃষ্ণায় জঘন্য তিক্ত ঘেন্নায় পুঞ্জিভূত।
আজ কত অচেনা লাগে আমাকে!
নাকি অচিন চোখে দেখেছি নিজেকে?
কে অচিন? আমি না'কি
তোমার ঐ আঁখি?