কোথাও কেউ নেই!
মৃত্যুুপুরীর মত গোটা নগরী নৈঃশব্দ্যময় -
জনবিরল রাজপথে ফুটে উঠেছে ভয়দ দৃশ্যচয় ;
নগরীর সমস্ত লোক সম্যক শঙ্কিত-ভয়ার্ত ;
আতঙ্কে এদের সকল তেজ সকল বল থূর্ত,
গৃহ-আঁধার-গোরে এরা সর্ব-শব!


এই অপ্রশস্ত সময় দুর্দিনে ধূসর অন্ধকার বিদারণ -
করে সংহারমূর্তিতে রুদ্রাবতারে অবতারণ ,  
অগ্নিবীণা বাজাতে বাজাতে স্বয়ং বিদ্রোহী কবির।
কবির শ্মশ্রুবিহীন মুখের প্রজ্বলিত তারুণ্যের  দীপ্ত- রশ্মির -
তিগ্মগে গতি  বিতাড়ন করে সকল ভয় সকল আঁধার,
অমিত সাহস-তেজ-বীর্জে জাগ্রত হলো ভীতু জাতি পুনর্বার।


তাং-১০-০৫-২০২২ ইং
উৎসর্গঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম