সাধারণ শিশুদের মতই জন্ম হয়েছিলো,-
কুরিয়েন্তী নদীর তীরে, একটি  ছোট্ট শহরের এক কুটিরে।
উর্বর মাটির ফলন্ত সোনালী শস্যের মতোই বেড়ে উঠেছিল
এক সোনালী বালক।
চোখের মধ্যে আটলান্টিক মহাসমুদ্রের মতো বিশাল
আর আন্দেস পর্বতের সমান উঁচু স্বপ্নে নিয়ে;


যে স্বপ্নের বীজ বুনেছিলো,- বিশ্ব ক্রীড়া শিল্পে
অদম্য শ্রমে,তীক্ষ্ণ মেধায়,সীমাহীন ধৈর্যে সুনিপুণভাবে-
এক দক্ষ কারিগরের মতো ;


আমি একজন ফুটবল শিল্পীর কথা বলছি,-
কালজয়ী-কালউত্তীর্ণ শিল্পীর কথা ;
আমি শতাব্দী- শ্রেষ্ঠ ফুটবলারের কথা বলছি,-
একজন যুগান্তকারী যুগস্রষ্টা ফুটবলারের কথা;
যার আবির্ভাব গোটা ফুটবল-বিশ্বে এক বিস্ময়!
আমি একজন ফুটবল-জাদুঘরের কথা বলছি,-
যার বাঁ-পায়ের জাদুর স্পর্শে মেতে উঠেছিলো বিশ্ব রঙ্গভূমি!
একজন ফুটবল-কাব্যকারের কথা বলছি,-
যে লক্ষ্য-কোটি দর্শকের সামনে ভরা মাঠে রচিত
ফুটবল কাব্যের প্রতিটি পঙক্তি ;
আমি বলছি,-একজন ফুটবল-মহাতারকার কথা ;
একজন ফুটবল কীর্তিমানের কথা;
একজন ফুটবল কিংবদন্তির কথা;
মেগাস্টার দিয়েগো ম্যারাডোনার কথা!
যার মৃত্যু নেই, যে বেঁচে থাকবে চিরকাল-
তাঁর অমর কীর্তিতে কোটি-কোটি মানুষের হৃদয়ে
অনন্ত ভালোবাসায় পরম শ্রদ্ধায়।


রচনাঃ ৩০-১১-২০২২ খ্রিস্টাব্দ
জালালাবাদ, সিলেট।