নিশি নিভৃতে বসে মহানন্দার তীরে,
কে গো আমায় ডাকে প্রিয় নাম ধরে -
কোন সে সুকণ্ঠা শ্রুতিমধুর সংগীতে?
সুরের মূর্ছনায় চায় আমাকে বাঁধিতে।


আজি কার হৃদয় মঞ্জুরিত পুষ্প সু-ঘ্রাণে?
পূবালী বায় আসে নেশা ধরাতে মোর তনু-মনে।
কার যৌবন জল তরঙ্গে উথলে স্ফীত মহানন্দা,
সহস্র বছরের মড়া তটিনী আজিকে হলো জিন্দা।


কে গো তুমি বাঁজাও মুরলী মহানন্দার তটে বসে?
সে সুর বাণ বেঁধা পক্ষীর মত মোর বক্ষে বিঁধে এসে!
কে গো ডাকো সহস্র বৎসরের পুরোনো গানে হারানো সুরে,
আজি মোর হৃদয়-তরী অজান্তেই ছুটে চলে তব পারে।