মহানন্দা,অভিনব মনোরমা মঞ্জুশ্রী রূপে তোমায়
যখন প্রথম দেখেছি গ্রন্থমেলায়;
আমি বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে অনিমেষ নয়নে,
তোমায় অবলোকন করেছি অদ্ভুত দর্শনে।
বিশাখা পূর্ণিমার মতো দীপ্তময় স্মিত মূখ!
হরিণাক্ষী সদৃশ তোমার দু'টি আয়ত-চোখ—
অব্যক্ত প্রেম কি নিবিড় মায়ায় সংবৃত!
আলতো হাওয়ায় তোমার আলুলায়িত কুন্তলে,
ঊর্মিল সমুদ্রের মতো সীমন্তে ঢেউ খেলে।
তোমার গোলাপী শিরিন চঞ্চু ঠোঁটে,
বাসনার প্রবল প্রবৃত্তি কেঁপে-কেঁপে উঠে!
ঈষৎ রক্তিম নিটোল গালের টোলে;
পদ্ম ফুলের মতো কুটিকুটি হাসি দোলে।
স্নেহময় চিবুকের অনুপম তিলক-চিহ্ন;
আর শুভ্র ললাটের কালো টিপ যেহ্ন -
রাজটিকা রাজ নন্দিনীর।


রচনাঃ ২৯-০৪-২০২২ খ্রিস্টাব্দ
সিলেট।