এই নবজাগরণে আমিও জেগেছি আপন নেত্র খুলে,
আধুনিক আকাশে দিব্বি উড়ছি প্রযুক্তির ডানা মেলে।
উড়তে উড়তে পৌঁছে গেলাম বিশ্বের বিস্ময়কর আবিষ্কার
অ্যাপ গ্রহে। টিকটক-এফবি-ইন্সটা-স্ন্যাপ-পাবজী-ফ্রীফায়ার
প্রভূত একটি নক্ষত্রের মেলায়! দেখি, কি সুন্দর-শোভিত
মোহিনী রূপে চমকপ্রদভাবে বিকাশিত-
এবং তারুণ্যেরা আকর্ষিত হয়ে ক্ষিপ্র বেগে ছুটছে-
প্রজ্বলিত এই প্রহেলিকা অলীক নেবুলাপুঞ্জের পিছে।
প্রযুক্তির একাগ্রতা নেশায় মত্ত হয়ে যুগের আবর্তে,
ধীরে-ধীরে ঢলে পড়েছে সজীব-তেজস্বী প্রাণ তীব্র আসক্তিতে।


আমি দেখতে পাচ্ছি একটি প্রজন্মের অকাল সমাপ্তি!
এদের মস্তিষ্ক রন্ধ্র-বিবর করে চুষে নিচ্ছে বোধ শক্তি;
লুপ্ত করে দিচ্ছে তারুণ্যের তেজ-বুদ্ধি-মেধা-প্রতিভা,
এদের কারো-কারো চলন-ভঙ্গি রোবর্টের মতো কিংবা-
কেউ কেউ আজ হিতাহিত জ্ঞানশূন্য বুদ্ধি-প্রতিবন্ধী !  


এরা ক্রমশই অপসারিত হচ্ছে সমাজ-রাষ্ট্র-শিল্প
সাহিত্য-
থেকে, ভুলে যাচ্ছে জীবনের মূলমন্ত্র আদি অর্থ।
এরা প্রযুক্তির আসক্তি আবেশে বিস্মৃত-
বাংলার ইতিহাস-ঐতিহ্য,মহিমান্বিত প্রাণ বিসর্জিত অর্জন-
বাংলার স্বাধীনতা এবং মানচিত্রের বর্ণ।


এই জ্ঞানঘাতী অ্যাপ গ্রহ একে-একে গ্রাস করছে বাংলার উদয়মান রবি,
এদেশের ভাগ্যাকাশে ফুটেছে আজ ভয়দ আঁধারের ধ্বংস ছবি।


তাং-০৪-০৭-২০২২ ইং
সিলেট।