চতুর্দিকের পারিপার্শ্বিকতা থেকে আমার মস্তিষ্কে
কতিপয় শব্দের অভ্যুদয় হয়েছে,—
অমার্জিত, অসহিষ্ণু, অশ্লীল কিছু শব্দ।
বিষাক্ত সরীসৃপের মতো সারিবদ্ধ শব্দাবলীর এক-একটি বাক্য -
কিলবিলি করে কামড়ে ঝাঁজরে দিচ্ছে আমার আস্ত ঘিলু!


কেবলই ঘিলু থেকে ভূমিষ্ট হতে চায়—
মনোহর মোড়কে মণ্ডিত কোন গ্রন্থে নয়;
কিংবা সুশীল সাহিত্য পাতায়!
প্রকাশ পেতে চায় নিপিড়ীত মানুষের মুখে-মুখে
প্রতিবাদের বিষাক্ত ধ্বনিতে ;


এই প্রচণ্ড বেপরোয়া এই শব্দের সমাহার,-
বিষমুখী ত্রিশূলের মতো ছুটে যেতে চায় দুর্বার বেগে;
কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দুঃশাসনের
প্রাচীর দীর্ণে,-
আমলাতন্ত্রের সকল মন্ত্র ভেদ করে, সমাজপতীর মান্য মজলিশ ভেঙে দিয়ে ;
বিপুল প্রান্তরে, শিশিরে সদ্য স্নান করা ঘাসের বুকে,
নদীর কুলে-কুলে,পাহাড়ের শৃঙ্খ চূড়ায়,বনভূমিতে-
মৃত্তিকার প্রতিটি খণ্ডে-খণ্ডে,
নির্যাতিত সকল জন-বসতিতে বাতাসে-বাতাসে ব্যেপে ;
প্রতিটি শব্দের হলাহলে ছারখার করে দিতে ;
বিষদগ্ধে ঝলসাতে অত্যাচারীরদের মাংসল শরীর!!

তাং- ২১-০৯-২০২২ ইং
সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ,ঢাকা।