গোটা দেশজুড়ে বানিজ্যেরে ঘনঘটা,
তবে কি আগেকার মত গম-ডাল-ভুট্টা?
দূরদেশী বণিকের আমদানিকৃত পণ্য-
তেজপাতা-এলাচ-লং বস্তা ভরা নুন!
পাটনাই বুট-গুড়-চিনি-গুবাক-ঝিনুকের চুন-
মসলিন শাড়ী, সোনা-রূপা, হীরা মরকত
জাহাজ ভরে আনয়ন বেয়ে উত্তাল সমুদ্র পথ।
না'কি কি স্বদেশী পণ্য রপ্তানি? -ধান চাল-পাট-সরিষা
তবে কি  রাস্তায় ধারে,পল্লির হাটে, বাড়ি বাড়ি ফেরি?
সদর ঘাটে কাঁচামাল পাঁকামালের আড়তধারী!
না। এগুলুর কিছুই নয়!
এগুলো সনাতন আদি যুগের আদিম ব্যবসা!
এই আধুনিক যুগে ঘটা করে অধ্যুষিত,
বেশ্যাপাড়ার মত জমকালো সাজে ভূষিত!
বাজারের অলিতে-গলিতে পোস্টার ব্যানার-
শিক্ষা- চিকিৎসার মতো মহৎ পেশার
বিজ্ঞাপন। উন্নত ভব্য রাষ্ট্রের শিক্ষিত সভ্য জাতি!  
এখন হাতে তুলেছে তীক্ষ্ণ-শানিত দীক্ষার চাপাতি
বানিজ্যের হাতিয়ার- সমস্ত কিছু সালিশি কিংবা রাজনীতি!
মিন্টু মিয়ার টি-স্টল থেকে সচিবালয়ের দরজা অবধি,
নিয়োগ বা পদোন্নতি বানিজ্যের উত্তাল তরঙ্গময় উদধি।