আমি একটি তীব্র নিদাঘ চাই!
বাংলার মেঘাবৃত আকাশের বক্ষ বিদারণ -
করে, উদিত হোক রৌদ্রোজ্জ্বল প্রখর্য তপন।
অত্যুগ্র ঝাঁঝালো তেজের তিগ্মরশ্মি এসে পৌঁছুক -
ভীতু জনপদে, প্রত্যেক ভীরুর কপালে ফুটুক
চৈত্রের রক্তচন্দন!


উষ্ণ তাপে শুকাতে থাকুক তাদের ভয়-সিক্ত ভীতু আত্মা,
ফিরে পেতে বিক্ষুব্ধ চৈতন্য, সঞ্চার হোক ফের নব উষ্মা।
জাগ্রত করতে এদের আবরিত ভয়ার্ত চোখের আবিল দৃষ্টি-
ঔজ্জ্বল্য প্রবল বীর্জে, সমবেত হোক সমস্ত ভীতুদের মুষ্টি,
আমি একটি উত্তপ্ত রুষ্ট নিদাঘ চাই!