মাভৈঃ! মাভৈঃ! মাভৈঃ!
বাজা ওরে বাজা ডমর ডমা-ডম ডম ;
বাজা রিনিকঝিনিক রিনিঝিনি-ঝিনিঝিনি-
রন ঝন-ঝনঝন রন দমা-দমা দম-দম।
জটলা আলুতালু কেশে মুন্ডু মালিকা গলে-
আজি মহাভীমা মর্ত্যে;
রণে রণাঙ্গীনি-নাচে নৃত্যে;
ওরে বাজা রুনু-রুনু  ঝন-ঝনাঝন,
দ্রামা দ্রামা দ্রিমি-দ্রিমি দ্রিম দ্রিম!
ধিন ধিন ধিনাক ধিনি-ধিনি, বাজা রণ-দুন্দুভি!
রণ-চন্ডিকা হাসে '-হু-হু হা-হা' অট্টহাসি!
বধিতে সকল অশুভ শক্তি ;
ন্যায়-ন্যায্য সত্য-সুন্দর যে গ্রাসে।


রক্তপিয়াসী!
মঙ্গলা-চন্ডি আজ অশান্ত- রক্ত পানে।
আজ জাগ্রত চামুন্ডা!
যত পাপিষ্ঠ,দুষ্কর্মা-অন্যায়-অত্যাচারী,
ধাঁ- ধাঁ-ধাঁ-অগ্নিশিখায় ভষ্মিভূত করি
শোঁ শোঁ শোঁ শোঁননননন শোঁনন রণে-
চলে দশভুজা মহা-কালি-
আজ মর্ত্যের শুম্ভু-নিশুম্ভ যত আছে দিতে বলি


আজ নগ্ন-শ্মশান মহাকালী অবতীর্ণ!
সৃষ্টির বৈরী,সর্বনাসী সর্বগ্রাসী যত চান্ডমুন্ড অসুর-সয়তান করিতে বিনাশ।
বাজা ওরে বাজা দ্রামা দ্রিমি দ্রিমি দ্রামা দ্রিমি দ্রিমি,
ডমর ডম ডম ডমা ডম -ডমা ডম ডমি।
রণ ঝনঝন রুনরুন বাজা রণ দুন্দুভি
ওরে বাজা, ওরে বাজা রণ দুন্দুভি!!