নীল নভঃ জুড়ে মেঘ মালায় ভেসে,
ভোরের স্নিগ্ধ-কোমল বিশুদ্ধ বাতাসে,
এসেছে শারদ প্রিয়া!


বিস্তৃত প্রান্তর ঐ চাপতি'র নির্মল জলে,
হৃদয়-কাড়া হাসিতে ফুটন্ত শতদলে।
এসেছে শারদ প্রিয়া!


কালনীর যৌবনভরা জলের বুকে -
আঁচল ভিজিয়ে,শান্ত মনের সুখে।
এসেছে শারদ প্রিয়া!


শিশির-সজল ফুলে সেজে
অপরূপ লালিত্যে মাধুর্যে।
এসেছে শারদ প্রিয়া!


(চাপতি= সুনামগঞ্জ জেলার একটি হাওরের নাম।
কালনী= একটি নদীর নাম।)