অ মা বলি শুনো, -
যাবোনে আর দিদাদের বাড়ি ;
পুকুর মাঝে ঐ যে মা বাড়ির পিছে -
ইয়া মস্ত না'কি এক কুমির আছে ;
বিল-হনু তার চ্যাটালো লেজ।ওকি!
ভোঁতা দাঁত ছুঁচ মুখি;
গপগপিয়ে গাপুসগুপুস,
হাঁ করে গিলে আস্ত মানুষ,
অ-মা-গো মা! আমি যে ভয়ে মরি;
যাবোনে আর দিদারের বাড়ি!


বাড়ির সামনে দুপুর হলে
একা একা খেলতে গেলে;
দেখি আম্রপালি আমের গাছে  -
হোঁতকা হোঁদড় বাঁদর নাচে!
কখন যে মা ত্যাঁদড়াটা আসবে তেরে
আঁচড় দিতে হুড়হড়িয়ে পড়বে ঘাড়ে!  
অ-মা-গো মা! আমি যে ভয়ে মরি;
যাবোনে আর দিদারের বাড়ি!


যখন গো মা সন্ধ্যা নামে আঁধার ঘিরে -
বাড়ির পাশে ঝোপে-ঝাড়ে
তখন গো মা শুনি-
খ্যাঁকশিয়ালের খ্যাঁক খ্যাঁকানি!
হুতুম প্যাঁচার ভূতুড়ে ডাকে,
হ্যাঁচড়প্যাঁচড় হ্যাঁচকা টানে আঁতকে-
উঠি, ঘুম আসেনা ভয়ে গো মা মরি!
অ মা ! না-না-আর যাবনে দিদাদের বাড়ি।