প্রেম তো শাশ্বতকাল নিঃস্বার্থে-নিঃশর্তে -
অটল প্রতিজ্ঞায় দৃঢ় প্রত্যয়ে একসাথে
গভীর অনুভূতিতে বাঁচতে শিখায়,
অন্তহীন পথ হেঁটে পৌছায় স্বপ্ন-চূড়ায়।
কিন্তু,প্রিয়তম!তোমার কঠোর শর্তের শরাঘাতে,
আমার চঞ্চলিত চিত্ত-পক্ষী গোঙাতে-গোঙাতে-
আর্তরবে শনৈঃশনৈঃ লুটিয় পড়ে,
গর্জে-গর্জে উঠে রুদ্ধ রোদন হাহাকারে।
আমার দুর্নিরোধ্য প্রেম আজ নিরুদ্ধ,
সকল কথা, সকল ভাষা হারিয়ে স্তব্ধ।