আজো কি আমায় পড়ে মনে বন-বিহঙ্গের কলতানে
  সুর-হারা সেই সঙ্গীতে পিকের কাঁদনে,
      উদাসী বনে।

  আমায় পড়িবে মনে তোমার বাড়ীর দিঘির জলে,
    বুনো-হংস-হংসী যবে খেলিবে দুলে,
       হংসমিথুনে।


   আমায় পড়িবে মনে নব-বধূর অবগুণ্ঠিত চুলে,
     খোঁপায় বাঁধা অনাদৃত ঝরা ফুলে,
       বেণিবন্ধনে।

আমায় পড়িবে মনে নির্ঝর ঝর ঝর বাদল রাতে,
    অন্যগৃহে অন্যের সাথে,
        প্রেমালিঙ্গণে।


     আমায় পড়িবে মনে বিরহ ব্যাথার অশ্রু বানে,
        অশ্রু-ভরা নয়নে,  
           নিশিত-ক্ষনে।