তোমাকে নিয়ে হাঁটতে চাই দীর্ঘপথ,
চলতে চাই একসঙ্গে অন্থহীন অনন্ত-,
কাল। হে ইন্দু-বালা নব-যৌবন উন্মেষী!
ঘুরতে চাই মহাজগতের উষা থেকে উষসী-
উড়তে চাই ঊর্ধ্বে অসীম ব্যোম পথে,
নীল অঞ্জনঘন পুঞ্জীভূত জীমূত-রথে।
যাবো ঐ নীহারে বেণি বাঁধা শীর্ষে -
হিমালয়ে, শুভ্র তুহিনের দেশে;
সেখান থেকে নামবো দু'জন তুষার-স্রোতে গঙ্গার গায়
নিরঝর ঝর ঝর ঝর ঝরনা ধারায়।
মিলেমিশে একাকার হবো নদী হতে সিন্ধু জলে,
এক ডুবে কাটবো সহস্র বছর সেই সিন্ধু-তলে।