জানি তুমি আর ফিরবে না!
তবুও বসন্তের ঝিরঝিরে স্বাচ্ছন্দ্যময় পবনে,
আমার অশান্ত হৃদয় ক্ষিপ্র গতিতে তোমার সন্ধানে-
কুঞ্জে কুঞ্জে ফিরে।  সেই আকুল আশ্বাসে!
যদি এসে থাকো অজান্তে সুখ-প্রবাহে ভেসে;


আমি জানি তুমি আর আসবে না!
তবুও এই বসন্তের সকল পুষ্প-কোরকে
উন্মীলিত প্রতিটি বৃন্তে-বৃন্তে শুধু তোমাকে
খুঁজে বেড়াই।
যদি লুকিয়ে থাকো রঙিন শাখা প্রশাখায়-
কিশলয় পর্ণের প্রচ্ছন্নতায়।