তুমি আসবে বলে বসন্ত অনিল এলো বনে,
পিক ডাকে বিটপী শাখে কুহু কুহু তানে।
তুমি আসবে বলে ফুটিল ফুল বন-বনান্ত জুড়ে,
পাতায় পাতায় রঙিন হলো বাহারি আবিরে।
তুমি আসবে বলে সুশান্ত মহানন্দা আজিকে চঞ্চলা,
কলকল প্রেমময় উচ্ছ্বাসে উচ্ছল উতলা।
তুমি আসবে বলে জেগে আছে নিথর নিশিথী,
নভেঃ ফোটায়ে কুসুমিত তারার কৌমুদী বাতি।
শুধু তুমি আসবে বলে পরপর ধুর ধুর হৃৎস্পন্দনে,
তুমি আসবে বলে সুখে বুক কেঁপে উঠে ক্ষনে ক্ষনে।