আমি প্রবেশপত্র হাতে অপেক্ষা করতঃ করতঃ
শত কোটি বছর ধরে অপেক্ষমাণ মূর্তির মত-
দাঁড়িয়ে ছিলাম পৃথিবীর কপাটে।
অতঃপর অতীতের সকল যুগ সকল শতাব্দী হেঁটে
আমি এসেছি। একবিংশ শতাব্দীর নবযুগে-
এই ধূসর পৃথীবির বক্ষে নবারুণ-রাগে,
ঘন-গৌরবর্ণ বসন্তের কলিকায়,
অনন্ত প্রেমের অমিয় ধারায়-
আমার প্রিয়তমাকে রাঙাতে।
কিন্তু এই যুগ-বিদ্বেষী সমাজ
যুগের বিরুদ্ধে যুগের বিপরীতে
চায় আমাকে সেকেলে শিকলে বাঁধতে।
এই ধর্মান্ধ জনগোষ্ঠীর সাম্প্রদায়িক গণ্ডি পেরিয়ে ,
রক্ষণশীল সমাজের প্রাচীন পর্যুষিত প্রথা ভেঙে।
আমি ভেসে চলেছি মহানন্দার প্রণয় স্রোতে-
আমার বিশ্বস্ত প্রেমিকার সাথে।