টাকা! টাকা !! টাকা!!! টাকা ছাড়া ফাঁকা
          কত টাকা মোরা চাই?
     টাকা ছাড়া বুঝি সব কিছু মিছে
           টাকার তুলনা নাই।
  অনেক লেখক টাকা-কড়ি দিয়ে
           প্রকাশ করে বই,
  ঘটা করে তারা মোড়ক খুলে
         অবাক হয়ে রই।
    টাকার জোরে বুদ্ধিজীবি
      বুদ্ধির জোরে নয়,
  টাকার অভাবে জ্ঞানী গুনী জন
     আড়ালে পড়িয়া রয়।
মোটা টাকা আর মামার জোরে
     অফিসের বড় বস,
যোগ্য লোকের ঠাই নেই বলে
   নেমেছে দেশের ধস।
টাকার জোরে জনপ্রতিনিধি
    জনতার জোরে নয়,
মেকি প্রতিনিধি বানায় আইন
    মনে লাগে বড় ভয়।
ভালো মানুষের ভান করে ওরা
       শাসন করে দেশ,
কেউবা হাজতে, কেউবা জেলেতে
      ক্ষমতা হলে শেষ।
চুরির টাকায় মিল কারখান
    তবুও মিটেনা আশা,
টাকা টাকা করে কুল মান খুয়ে
    হারায় মনের ভাষা।