যত দোষ নন্দ ঘোষ
কাহাকে কহিব কি?
নতুন নতুন ঘটনায় মনে
       ছি ছি ছি।
দেশটা চুষে কতজনা আজ
    করছে মোটা ভুড়ি,
কাঙালের ভাতে ফেলছে থাবা
    সারা দেশটা জুড়ি।
স্কুল কলেজে লেখাপড়া নাই
     প্রাইভেটে সব হয়,
সময় মত মাসহারা বিনা
     পরীক্ষায় বড় ভয়।
কেউবা স্কুল কলেজ গড়ে
  কোটিপতি তাতে হয়,
চাকুরী পেতে সম্মানী দিয়ে
   অনাহারে কেউ রয়।
শেওলা খেয়ে বাঁচে ছোট মাছ
     তাহাতে সাধে বাদ,
বোয়াল আসিয়া খাবলা থাবে
     গ্রহন করিতে স্বাদ।
অফিসের বস ভগবান সেজে
    করে যে কত লীলা,
চুষিয়া চুষিয়া আবার চিবায়
   তবুও কাটেনা বেলা।
হাতি যদি খায় মানুষের মল
      কুকুরে খাইবে কি,
দরবার ছেড়ে রাজা হয় মুটে
     অনাহারে রয় ঝি।
নন্দ নন্দ করিয়া আজ
    সমাজটা রসাতলে,
নন্দ ছাড়িয়া আপনারে ভাল
   আগাও সদল বলে।