নামে নামে ঠক্কর
কাঁদে আবু বক্কর
একি হল ভাই!
এনামে সেনামে জট
হয় সব ঝটপট
ভাবি শুধু তাই।


সকালে উঠেছি রেলে
এসেছি বাড়ী ফেলে
যাব আক্কেলপুর,
রাগিয়া চেগার বলে
সব কিছু গেছে জলে
বলে দুর দুর।


কিছুটি ভাবনার ভাবে
বলি ট্রেন কোথা যাবে
বলনা চেগার ভাই,
কহিতে কহিতে ছুটে
আক্কেলপুর গেছে টুটে
মক্কেলপুর হয়েছে তাই।


ফিরিল স্বস্তির শ্বাস
মনেতে বাঁধিল আঁশ
তাতে কিবা আসে যায়,
নামেতে হয়না কিছু
তবু ওরা নেয় পিছু
কাঙালে কষ্ট পায়।


চুষিয়া কাঙালের ধন
তিলে তিলে হয় মন
হয় পাহাড় সম,
অনেক দুষ্ট কীট
নাই তার বুক পিঠ
হয় তার জম।


এনামে সেনামে ক্রুটি
জলে ফেলে কোটি কোটি
সবি গরিবের হক,
কাজের নয়তো কাজী
শুধু আছে কারসাজী
মিটায় মনের সখ।


নামে নামে ঠক্কর
বুঝেনাযে বক্কর
কেন করে ভূল,
দেশের হয়না ভালো
করে নিজ ঘর আলো
ভাবিয়া পায়না কুল।