আঠারো হরপে লেখা নাম যাই হোক
বুলবুল মনমরা মনে তার শোক।
লতা-পাতা দিয়ে ঘেরা কুঠির তাহার
আম,জাম,লিছু,কলা করিত আহার।
ছয় বিঘা জমি বেচে চাকুরীটা লয়
রহিল বসত বাড়ী সব কিছু ক্ষয়।
মোট মিলে তিন কাঠা সবটুকু বাড়ী
হাহাকার পড়ে গেছে,জ্বলে নাকো হাঁড়ি।
মন মরা সদা ভাব বার মাস ফাঁকা
মজাটা বেতন হলেও নাহি পায় টাকা।
দরদী বস নয় অসুরের মত
শত শত সংসার তার হাতে ক্ষত।
ফিরনী,কোরমা,পোলাও খেয়ে খেয়ে দেহ
উঠেনা শরীর তার আছে মধুমেহ।
জনে জনে বলে মোরে নাম কিবা হয়
জানিবে কবিতা পড়ে কথা মিছে নয়।
মান বেচে টাকা লওয়া এটা তার কাজ
নরম শরম স্বভাব নাই কোন লাজ।