নাই নাই,খাই খাই
ক্যাশ ফাঁকা টাকা নাই
নাই চক ডাস্টার
ক্লাস শুরু কোথা পাই।
চেয়ারের পায়া নাই
ঠেস দেওয়া দেওয়ালে
নড়ে চড়ে হাই ব্রেঞ্চ
কারো নেই খেয়ালে।
হাতুড়ির বাট নাই
বেলে কম শব্দ,
টাইমের গোলযোগ
চাপরাশি জব্দ।
দাঁড়িয়ে বাঁশ খানা
তা বেশ পুরাতন
পতাকার রং চটা
গান গায় সুরাতন।
অফিসের টেবিলে
পাটাতন চলেনা,
বার বার আবদার
তবু কথা বলেনা।
লাইব্রেরী আছে তবে
সেটা নামে মাত্র,
মাঝে মাঝে খোলা হয়
নাহি যায় ছাত্র।
আজেবাজে বই দিয়ে
আলমারি ভরেছে,
কেউ যদি কথা কয়
সেই বেটা মরেছে।
ঝাড়ুদার ঠিক মতো
আসবাব ঝাড়ে না
ঝুট নাই ঝাড়ু নাই
তাই নাকি পারে না।
টয়লেটে পানি নাই
তাই দূর্গন্ধ
অতিথি এলে তাই
করে গাল মন্দ।
আয়-ব্যয় ঠিক নাই
খেয়ে যায় হায়না
কমিটির গোলযোগে
প্রতিষ্ঠান পায়না।
এই ভাবে চলে দিন
নাই কোন শব্দ
কেউ যদি কথা কয়
হয়ে যান জব্দ।