আগুন! আগুন!! বলে চিৎকার শোনা যায়,
পুড়িল হাট চালা শােকে করি হায় হায়।
রোজার বাজার নেব তাড়া তাড়ি ছুটে যাই,
হেথায় হোথায় ছুটি কোথাও আগুন নাই।
ঠান্ডা পকেট নিয়ে কিবা কিনি কিবা খাই,
মাছ খাব, গোস খাব টাকা কড়ি কোথা পাই।
পােটল কিনিতে গেলে দাম হাঁকে পটকা,
তাতে কিবা এসে যায় সব কিছু টাটকা।
কাঁচা মরিচ, পুঁই শাক সব কিছু সস্তা,
হুকুম করিলে আমি ভরে দেব বস্তা।
চা‌‌'ল আছে, ডা'ল আছে, ঐ যে লবন তেল
রুচি বাড়ে খেতে ভালো পাকা পাকা কদবেল।
মুচকি হাসিয়া কহে, ভাবো কিহে রোজাদার,
ভালো কিছু না কিনিলে হবেনা যে দিন পার।
রোজার বাজার চড়া ভাববার কিছু নাই,
দেখনা চারিদিকে রব শুধু খাই খাই।
অসহায় হত মোরা, আছে চোখে জলে ভরা,
রোজায় বেড়েছে দাম, কি আর করিব মোরা।
হাট চালা সবি ঠিক, পুড়েছে দুখির বুক,
রোজা আসে বারে বারে বাড়ায় মোদের দুখ।
কিনি নাই, কি কিনিব? কিনিব কি পন্য,
রমজান আছে মাঝে তাতে মোরা ধন্য।