করোনায় করবে না ভাই
এমন কোন কাজ,
যাতে তুমি একাই খুশি
সবাই পাবে লাজ।
বিশ্ব যখন দিশেহারা
কিসে তোমার বল?
আইন কানুন না মানলে তাই
হবে উল্টো ফল।
দেশের বাইরে আছো যারা
সবাই মোদের ভাই,
কোয়ারেন্টাইনে পড়ে থাকো
বিকল্প যে নাই।
বিদেশ থেকে পাঠাও টাকা
আমারা করি ভোগ,
বিদেশী রোগ স়ংগে তোমার
তাই যত দুর্ভোগ।
মা বাবাকে জড়িয়ে ধরে
ঠান্ডা করতে বুক,
রোগ জীবাণু ছড়িয়ে পড়লে
তাতে কী হবে সুখ?
সবার অজান্তে যখন
পড়ছে ঢুকে রোগ,
এক যোগেতে কোয়ারেন্টাইনে
কম হবে দুর্ভোগ।
আমারা যারা দেশে আছি
মা-বাবা, ভাই- বোন,
সবার কথা ভেবে আজি
শক্ত করো পণ।
রাস্তা- ঘাটে অযথা ভাই
বাধাও কেন ভীড়,
লাঠি হাতে শিক্ষা দিতে
ছুটছে তোমার পীর।
তোমরা মোদের শত্রু না ভাই
শত্রু মোদের রোগ,
কোয়ারেন্টামে থাকলে সবাই
দূর হবে দুর্ভোগ।