খোদার বাণী কোরআন খানি
জড়িয়ে রাখি বুকে,
আপদ বিপদে পড়ি না আমি
তাই আছি মহা সুখে।


নামাজ পড়ি না, রোজা ও রাখি না
জিকির করি রাতে,
হালাল হারাম কিছুই মানিনা
খেয়ে ফেলি এক সাথে।


কাজ করে দিয়ে টাকা নেই বলে
মোল্লা বলে ঘুস,
মোল্লা বেটা কিছুই বুঝে না
এতটুকু নাই হুস।


টাকা খাটায়ে লাভ নেই বলে
আমি নাকি সুদ খাই,
কত অসহায় কেঁদে ফিরে যায়
দেওয়ার তো কেহ নাই।


চোর বাটপার পেয়ে যায় পার
তার তরে করে খুশি,
অযথা ঐ মোল্লা বেটা
আমারে করে দোষী।


যাকাত, জেহাদ, ফেতরা,ফতুয়া
আমার জন্য নয়,
সকাল বিকাল খোদাকে ডাকি
মনে মোর বড় ভয়।


গত বছরে হজ্জ করেছি
তাই লোকে বলে হাজী,
সুদের টাকায় তাতে কিবা হয়
খোদা যদি থাকে রাজি।


নিয়োগ দিলেই কম বেশী কিছু
পকেট করে টান,
বোঝেনি ঐ মোল্লা বেটা
এটা যে খোদার দান।


সকাল বিকাল চালাই চাবুক
কেঁদে কেঁদে বেটা কয়,
আল্লাহ বিচার করবে দেখিস;
আমার আল্লাহ নয়?


সততার সাথে সদাই চলি
হয় যদি কিছু ভুল,
পীর মাশায়েখ তাইতো ধরেছি
তারাই দেখাবে কূল।