ছোট্ট খুকি সোনামনি
ডাকতাম তারে মা,
সকাল বিকেল কোলে কাঁধে
ঘুরতাম সারা গাঁ।
বেটা বেটা বলে সদাই
থাকতো পিছে পিছে,
চোখের আড়াল হলেই যেন
জীবন বুঝি মিছে।
মা ডেকে কয় ওরে বুড়ি
হিসাব করে খা,
আমি যারে জন্ম দিলাম
তুই হলি তার মা।
বিদ্যা শিক্ষা কর্ম শিক্ষা
সবই দিলাম তারে,
এমন ছেলের মা হলি তুই
তাই কি হতে পারে?
কথা শুনে খুকি আমার
মন করিত ভার,
হাসি কান্নার মাঝে হলো
গোটা দুই যুগ পার।
এরই মাঝে মা-বাপ গত
খুকি ঢেকে কয়,
বুড়ি দেখো পালিয়ে গেল
করছে আমায় ভয়।
পার ঘাটের ঐ পারের কড়ি
আমার হাতে দিয়ে,
নতুন বাবা হাতটা ধরে
গেল তারে নিয়ে।
এ ঘর ও ঘর সবই ফাঁকা
শুন্য ঘরে আমি,
মনটা আমার কেমন করে
জানে অন্তর্যামী।
ঘুমের মাঝে মা ডেকে কয়
ওরে আমার খোকা,
পৃথিবীটা মায়াপুরী
আমরা হলাম বোকা।
হঠাৎ করে রিংটোন বাজে
মা বলিল হ্যালো,
সুখ সাগরে হাবুডুবু
মনের দুঃখ গেল।