যতই করিস কাড়াকাড়ি বাড়াবাড়ী
মাঝে মাঝে ছাড়া ছাড়ি
সুযোগ পেলেই ঝাপটে ধরিস
তাই কী পারিস?


সকাল বিকাল ননী ছানা মিষ্টি লুচি
দুপুরে খেলি গোস্ত রুটি নাই যে রুচি,
পান্তা পেঁয়াজ, কাঁচা মরিচ মন যে কাড়িস
তাই কী পারিস


কলের বাতাস ফলের আচার
সবি খেলি নাই যে বিচার
গাছে খেলি তলায় খেলি
হিসাব করিস কি বা পেলি?


সামনে খেলি পিছে খেলি
বাহিরে খেলি গোপনে খেলি
নিজে খেয়ে নিজেই মরিস
তাই কী পারিস?


কাঁচা মরিচ পেঁয়াজ ছানা
তিনটি রুটি নাইযে মানা,
সুযোগ পেলেই নজর কাড়িস
তাই কী পারিস?


রক্ত নিয়ে হোলি খেলিস
কাছের মানুষ দুরে ঠেলিস
হায়না কি তুই শুধুই  তাড়িত
তাই কী পারিস?


টাকা দিয়ে হয়না কিছূ
তবুও করিস মাথা নিচু
টাকার তরে মনটা দিলি
এত বেশি কীবা পেলি।


সারা জীবন কাড়াকাড়ি বাড়াবাড়ি
করলি কত গাড়ি  বাড়ি
যহ্মের ধন উঠিয়ে রাখিস
আমার সাথে তাই কী পারিস।


সবর হলো আমার বাতি
জোছনা থাকে আঁধার রাতি
কালিমাখা মেঘ হেসেই উড়াই
যম দূত কি আমি ডরাই?


ধৈর্যশীলা আমার সাথী
তোর মতো নয় হাতা হাতি
হৃদয়ের ধন শুধুই তাড়িত
আমার সাথে তাই কী পারিস?