পথের ধারে, পুকুর পাড়ে,
আম বাগানের ঝোপে ঝাড়ে,
রেল লাইনে,বাস স্টপিচে
ছোপ ছোপ রক্ত কেন?
সন্ধ্যা বেলা ছেলে গেল,
এখনো ফিরে নাহি এলো,
হঠাৎ করে কোথায় গেল
ঘটলো কিছু হেন?


পাশের বাড়ির মেঝ ছেলে,
ঘুরতো সদাই হেসে খেলে,
দুদিন আগে ফিরছে বাড়ি
হইছে বাবা লাশ,
দিনু মাঝি নৌকা চালায়,
মাঝে মাঝে বাড়ি পালায়,
হঠাৎ করে মাঝ নদীতে,
শ্বশান তাহার বাস।


মোল্লা বাড়ির ছোট ছেলে,
মিছিল মিটিং নানান ছলে,
প্রতিবাদের ঝড় তুলেছে
নাই যে লেখা পড়া,
সাদা পোশাক সাত জনেতে,
জানিনা তারা কোন মনেতে,
হঠাৎ করে তুইলা নিল
পরায়ে হাত কড়া।


দুমাস বাদে খোঁজটা মিলে,
পড়ে আছে পদ্মা ঝিলে,
জানিনা সে কেমনে গেল
ক্রসফায়ারে ফেঁসে,
মাগো তুমি দাওনা দেখা,
স্বাধীনতায় এই কি লেখা,
নানান স্থানে নানান ছলে
ঘটছে কি আজ দেশে।


ছোট ভাইয়ের  খবর এলো
আমার ছেলে কোথায় গেল
কলেজ থেকে ফিরেনি বাড়ি
খবর তাহার নাই।
এই মুহূর্তে খবর এলো
ভাতিজা আমার চলে গেল,
পথের মাঝে পইড়া আছে
দেখার কেহ নাই।


রাজনীতিতে অস্থিরতা,
যায়না বলা কোন কথা,
হোক না সেটা অনেক দামি
দেখায় বাহুবল,
নানান পেশায় নানান ছেলে,
চলছে তারা হেসে খেলে,
ইচ্ছে পূরণ না হলে মা
ঘটছে করুন ফল।


রাজনীতিতে নাইরে নীতি,
আছে শুধু স্বজন প্রীতি,
আদর্শের যে নাই কোনো মিল
হোক না একই দল,
কিম্বা অন্য দলের হলে,
ফাঁসায় তারা নানান ছলে,
কথা বলার নাই যে সুযোগ
ঝরায় চোখের জল।


লাল সবুজের পতাকাতে,
তোমার ছেলের রক্ত লেগে,
এতটুকু নাইযে বাঁকি
সবি রক্তে লাল,
মাগো তুমি দাওনা বলে,
এমনি ভাবে জীবন চলে,
তোমার হুকুম পেলেই মাগো
দূর হবে জঞ্জাল।