পরের চাকরি করি
মোঃ আব্দুল জলিল


কেমন করে বুঝাই তাকে
পরের চাকরি করি,
মন চাইলে আমি কি আর
আসতে পারবো বাড়ি।


ব্যস্ত সময় থমকে আছে
নষ্ট আমার ঘড়ি,
গাল ফুলিয়ে রাগ করেছে
ধরেছে কঠিন আড়ি।


শক্ত করে বলছে আমায়
যেতেই হবে বাড়ি,
কেমনে যাব বাড়ি আমি
পরের চাকরি করি।


কয়টা দিন ধৈর্য ধরো
আসবো আমি বাড়ি,
দূরে আছি তাই ভেবো না
বাইছি অন্য তরী।


মনের মাঝে বিশ্বাস রেখো
আমি শুধুই তোমারি,
মনের ভেতর শুধুই তুমি
আমার লক্ষী একটা পরী।।