মনের অজান্তে কাকে যেন
দেখেছি আমি ভাই।
কাল থেকে একটি বারো
ঘুম আসে নাই
কেমন করে আজ ঘুমাবো?
ঘুম যে আমায় ডাকে।
ঘুম পাড়ানি গান শুনি
মনের অজান্তে।
মন মাঝি রে ডাকতে থাকি
মনের পাড়াতে
তাই তো দেখে সবাই হাসে।
পাড়ার লোকে বলে
একটু শান্তির জন্য মনকে বোঝায় আমি।
আমার জন্য চিন্তা করে
আমার প্রিয় সাথী।
মনের অজান্তে পাখি আসে
ধরে সুরের গান।
নদীর পাড়ে কাশফুল ফোটে
ফোটে সুন্দর ফুল।
অজান্তা কোনো মেয়ে নয়
হবে সুন্দর ঘুম।