কোনদিন বলেছিলে হিজলের তলে
আসবে আবার ফিরে বহুদিন পরে
আসবে তুমি সেদিন জ্যোৎস্না হলে
নিঝুম রাতের সেই চাঁদোয়ার ঝরে


রূপালি নক্ষত্র আর আঁধারের মাঝে
এই মাঠে ফুল হব তুমি আসলে
আর ভিতরের বন্দরে প্রতিটি ভাঁজে
ঘাস হব পাখি হব ভালবাসলে


প্রতিকনা বৃষ্টিতে মাখিয়ে পরাগ
বেহেসিবি ভিজব কুল গেলে যাক
খুঁজে নিব তোমাতে আমার অনুরাগ
সহশ্র সম্ভাবনা থাক পরে থাক


আজ সেই পাখি মরে গেছে
ফুল নেই আছে শুধু কাটা
নক্ষত্ররাও দূরে ভেসে গেছে
আছে শুধু মহাকালের ভাঁটা ।