বড় কষ্ট করে পথ চলতে হয় !
    চারিদিকে গভীর অন্ধকার,
    দিনে দিনে সে অন্ধকার বাড়ে।
    সূর্যও সেই অন্ধকারকে ভয় করে !
    যেমন ভয় করি আমরা............
    তমসাচ্ছন্ন স্বাধীনতাকে ............


    বড় অন্ধকার, চাপ চাপ অন্ধকার !
    যেন নিরন্ন মানুষের বাঁচার-
    অধিকারকে কেড়ে নিতে চায় !
    সদর্পে বলে এ পৃথিবী হোক
    অর্থবানদের, যারা পৃথিবীকে
     আরো সুন্দর করে তুলবে।
  
    সর্বহারাদের মুছে যাক
    বাঁচার অধিকার ..................।
    নেই রাজ্যের বাসিন্দা এরা,
    শক্ত হাত শূন্যে উঠিয়ে
    খালি চাই চাই করে !!


    দূর করে দাও এদের তবেই
    আলোর রাজ্যে প্রবেশ করতে পারবে।
    পৃথিবী হবে সুন্দর-
    আছে রাজ্যের বাসিন্দা এরা !
    অর্থ আছে, প্রতিপত্তি আছে,
    বল আছে, ভরসা আছে।
    হাতছানি তাক লাগায়,
    তবে শুধুই মরীচিকা !!