ক্ষত বিক্ষত শরীর অশান্ত মন,
    লক্ষ হিমালয়ের শীর্ষে ওঠা !
    টেনে তোলার চেষ্টা অব্যাহত;
    চেতনার সমুদ্রে পাল তুলে,
    নৌকা ভাসানো যায় !
    সমুদ্র পেড়ানো যায় না।


    বেচারা ফিনিক্স পাখিটা,
    উড়ে উড়ে আকাশে মিলিয়ে যায় !
    রেখে যায় তাঁর ডানার রং আকাশে।
    আবার চেতনার আঘাত !
    যেন কর্মকারের ঠাণ্ডা গরমের ট্রিটমেন্ট,
    চাওয়া শরীর পেয়ে যাওয়া !


    অতঃকিম ডাক্তারের কাছে গিয়ে
    ক্ষতের ট্রিটমেন্ট করা, মনের চিকিৎসার কি হবে ?
    যেখান দিয়ে চুঁইয়ে চুঁইয়ে রক্ত ঝরছে-
    অবশেষে অ্যানিমিয়া ! মিষ্টি মিষ্টি নাম।
    পেটে ভাত নেই,ঘ্রাণে মিষ্টির গন্ধ পাওয়া !
    বলতেই হয়, রুটি নেইতো কেক খাও !
    অশান্ত মন যদি শান্ত হয়।