হাতড়ে হাতড়ে পথ চলছি,
               চারিদিকে নিকষ কালো অন্ধকার।
    আলোর চিহ্ন কোথাও নেই !
               পরিবর্তনের প্রয়োজন, শেষ কোথায় ?
    বাড়ীতে বাড়ীতে বেকার ছেলে মেয়ে;
                শিক্ষিত,অর্ধশিক্ষিত,অশিক্ষিত বেকার।
    সকাল হলেই মা,বাপের মুখ ঝামটানি
                ওটা খেয়েই সকালের টিফিন শেষ !


    অগত্যা বন্ধুদের ঠেক,চায়ের দোকান
                 বিড়ি আর চায়ের মধ্যই জীবনের চাওয়া পাওয়া !
    কলেজের পছন্দের কিছু মুখ,
                  মনের মধ্য উঁকি দিয়ে যায়;
    কোথায় যেন স্বর্ণ বলয়টা হারিয়ে গেল।
                   চাই বিস্মরণ বিস্মরণ বিস্মরণ !!
    সব কিছুকে ভুলে থাকতে চাই,
                    পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে !
    আশা নিরাশার দোলায় দুলতে দুলতে জীবন শেষ।
                     বড় ছোট জীবন তোমার আমার............
    তাই হাতড়ে চলেছি গন্তব্য আলোর উৎস।।