আমি  বায়ু পথে চলি
        রিপন রায়


আমি বায়ু পথে চলি
তপ্ত বালুকাময় দোসর বলি।
ওগো দিনমনি কেন আজ হৃদয়হীন
অবলারে কর ত্যাক্ত বিরামহীন।
জানি তুমি দিবাকর
তুমি বিনে অন্ধকার।
জগৎ সংসারে,
আমি অসহায় তোমার কারাগারে।


আমি তোমারে করি বন্দনা
যতনে মুক্তি পেল জীবন যাতনা।
তুমি দয়াল করুণাময়
দয়াল তুমি জীবকুলে অতিশয় ।
আর কল্পনার মাঝে বিশ্ব অঙ্গনে
তোমা হতে আমি, আমা হতে জীবকুল
সুপ্ত রচনায় মুক্ত, জীবন কুঞ্জনে
তোমা-আমা হতে পায় উপহার
নরকূল ভুলেও করেনা স্বীকার ।


এসে, বন্ধু দিনমনি
প্রার্থনায় মনে গুনি
না হইব ক্ষতিকর ।
গড়িব সোনার ধান
বিভু করে ফরমান
আমরা আপন পর।


রচনাকাল :: ০৯/০৮/২০০৯