বাঁচতে চাই
             রিপন রায়


বাঁচতে চাই -
                      বাঁচতে চাই
     শুধু বাঁচতে চাই ।
বেঁচে থাকতে ইচ্ছে লাগে ,
বেঁচে থাকতে ভালো লাগে ,
বেঁচে থাকাতে আছে সুখ,
বেঁচে থাকাতে আছে দুখ,
বেঁচে থাকার গন্ধে
             ভরে যায় এ বুক।


বেঁচে থাকাটা একটা শিল্প
বেঁচে থাকাটা জীবনের গল্প ।
               কেউ করে হতাশা
   আত্মহত্যায় হয় নিরাশা।
কিন্তু চাইলেই আত্মহত্যা হয়না
জীবন সহসা মরণ পায় না ।
      জীবন চলার পথে
নিশি প্রভাতে
                     কত শত ঘটনা
ঘটনার রটনা
                রটে যায় অবিরাম ।
বেঁচে থাকাটাও কাম
বেঁচে থাকাটা বাসনার ধাম।
হোক যতই অপূর্ণতার জীবন
        তবুও বাঁচতে চাই ।


রচনাকাল  :: ২৫/০২/২০১৩ ইং
প্রকাশকাল : ০৬/১২/২০১৯ > যশোর বেজপাড়া।
রচনার সময় : মিনিট (০০:০০ বিকাল)>যশোর বেজপাড়া।